শরৎ মানেই
মোঃ রকিবুল হাসান
শরৎ মানেই শুভ্র আকাশ
সাদা মেঘের ভেলা
শরৎ মানেই কলমিলতা
কাশবনের ঐ মেলা।
শরৎ মানেই বিলে ঝিলে
শাপলা ফোঁটার বান
শরৎ মানেই শিউলি ফুলের
প্রাণ জোড়ানো ঘ্রাণ।
শরৎ মানেই পাকা তালের
মিষ্টি পিঠের টান
শরৎ মানেই পাখ পাখালির
মধুর কলতান।
শরৎ মানেই আমন ধানে
ঝিরিঝিরি ঐ হাওয়া
শরৎ মানেই ব্যকুল প্রাণে
ভাটির গান গাওয়া।
শরৎ মানেই ভোরের শিশির
কোমল প্রাণে দোলা
শরৎ মানেই প্রেমের টানে
মন হয়ে যায় ভোলা।