জাফর আহমেদ শিমুল,ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ডিপার্ট্মেন্টের একজন শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।তিনি সিভিল ডিপার্ট্মেন্টের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গিয়েছে।করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারটি মাহফুজুর রহমান নিজেই নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত কিছুদিন ধরে তিনি বাসায় আইসোলেশানে ছিলেন। সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মাহফুজুর রহমান জানান “করোনা” নমুনা পরীক্ষায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার ফল পজিটিভ এসেছে।এতে তিনি মোটেও বিচলিত হননি।দৃঢ় মানষিক শক্তি নিয়ে এই করোনা যুদ্ধে জয়ী হতে চান তিনি।
এখন বর্তমানে ওই শিক্ষকের শারীরিক অবস্থা ভালো তাই, তাঁকে হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশানে থাকতে বলেছেন চিকিৎসকরা।ডাক্তারের পরামর্শ মেনে নিয়ম মেনে ওষুধ সেবন করছেন। পরিবারের সদস্যরাও সুস্থ থাকলেও হোম কোয়ারেন্টাইনে নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন।
বিশ্ববিদ্যালয় অথরিটির পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব,তার পাশে দাঁড়াবো।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ জনাব মাহফুজুর রহমানের সুস্থতার জন্য প্রার্থনা করছেন।