“টাকার অভাবে বশেমুরবিপ্রবি’র ছাত্র সালাউদ্দিনের বাবার মৃত্যু; এগিয়ে আসেনি কেউ “

রায়হান রফিক চৌধুরী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

সম্প্রতি আমার বাবার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসক বলেছেন দ্রুত অপারেশন না করলে বাবাকে বাঁচানো যাবেনা। বাবার চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিতে হবে, অপারেশন করাতে প্রয়োজন প্রায় আড়াই লক্ষ টাকা। কিন্তু এই অর্থ ব্যয় করার সামর্থ্য আমাদের নেই।” -এভাবেই কিছুদিন আগে নিজের বাবার চিকিৎসার ব্যপারে জানাচ্ছিলো “সালাউদ্দিন সুমন” নামে বশেমুরবিপ্রবি’র ফিশারিজ ও মেরিন বায়োসাইন্স বিভাগের এক ছাত্র। যার বাবা একসময় ওমানে ব্যবসা করতো, বেশ ভালো ভাবেই কাটছিল তার পরিবারের দিনগুলো। কিন্তু হঠাৎ মারাত্নক ভাবে ব্যবসায় ক্ষতি হবার কারণে দেশে ফিরে আসে সালাউদ্দিনের বাবা এবং এরপর থেকেই শুরু হয় তাদের আর্থিক সংকট।

সম্প্রতি বাবার হার্টে ব্লক ধরা পড়ার পর, সকল সংকোচ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের জানাতে বাধ্য হয় সালাউদ্দিন, তার বাবার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল প্রায় আড়াই লক্ষ টাকা। এরপরে সালাউদ্দিন সন্দীপ এক ক্লিনিক থেকে চট্টগ্রাম মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন, এর পরে ঢাকায় একের পর এক হাপাতালে ছুটাছুটি করলেও বাঁচাতে পারেনি তার বাবা’কে। শতচেষ্টার পরও গতকাল সোমবার জীবনের প্রদীপ নিভে যায় সালাউদ্দিনের বাবার।

আজ দুপুরে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে সে জানায়, “টাকার অভাবে আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেল, বন্ধুদের তোলা ১৫ হাজার টাকা আর ডিপার্টমেন্টের শারমিন সুরাইয়া ম্যামে’র ২০০০ টাকা ছাড়া, %A