নিজস্ব প্রতিবেদক: ‘ তুচ্ছ নয় রক্তদান, বাচাঁতে পারে একটি প্রাণ’-এ স্লোগান নিয়ে শেরপুর জেলায় স্বেচ্ছায় রক্তদান ভিত্তিক সংগঠন ‘রক্তবন্ধু স্বেচ্ছায় রক্তদান সংস্থা’ এর যাত্রা শুরু করেন শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গার কিছু শিক্ষার্থী।
বর্তমান প্রজন্মের এই তরুণদের অভিনব ডিজিটাল ব্লাড ব্যাংক এবং ব্লাড ডোনেটিং অনলাইন সংগঠন। যার মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতা ও রক্ত গ্রহীতাদের সংযোগ সৃষ্টি হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘রক্তবন্ধু স্বেচ্ছায় রক্তদান সংস্থা’ নামে একটি গ্রুপও তৈরি করেন। এছাড়াও তারা রক্তদাতাদের একটি বিশাল ডাটাবেজও তৈরি করেন। তাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/387634215970721/?ref=share এ কেউ যোগাযোগ করে রক্ত নেওয়ার জন্য সহযোগীতা পাবে।
এ বিষয়ে ‘রক্তবন্ধু স্বেচ্ছায় রক্তদান সংস্থা’ এর সদস্যরা বলেন, ” রক্তদান একটি মানবিক কাজ; এই কাজে সবাইকে আসার জন্য আহ্বান করছি। যাদের রক্ত প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের আমরা রক্ত দিয়ে সহযোগীতা করি। আমাদের সংগঠন এগিয়ে নিতে সবার সহযোগীতা কামনা করি।”