নিদ্রা থেকে চির নিদ্রায় শায়িত হলেন ডিআইউয়ের সহযোগী অধ্যাপক রশিদুল আলম

জাফর আহমেদ শিমুল,ডিআইইউ প্রতিনিধি: ওপারের অলীক ডাকে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার(লিউকেমিয়া)’র সাথে দীর্ঘদিন যুদ্ধ করে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রশিদুল আলম।

গত ১৬-ই সেপ্টেম্বর ২০২০ইং দুপুর ১.০০ ঘটিকায় ঢাকার শংকরের ইবনেসিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর স্ত্রী জনাব রশিদুল আলমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

গতকাল দুপুরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক শোকবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

উল্ল্যেখ্য, জনাব রশিদুল আলম শিক্ষক হিসেবে খুবই জনপ্রিয় ও সৃষ্টিশীল ও প্রাণবন্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত এক মাসেরও বেশি সময় ধরে ঢাকা ইবনে সিনা হাসপাতাল (শংকর শাখা) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫-বছর।তিনি স্ত্রী,
একমাত্র পুত্র সহ রেখে গিয়েছেন অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী।

তাঁর এই অকাল মৃত্যুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. কে এম মোহসীন শোক প্রকাশ করে বলেন, আমরা একজন মেধাবী শিক্ষককে অকালেই হারালাম। এত তাড়াতাড়ি তাঁর মতো একজন গুণী ও মেধাবী শিক্ষককে হারাবো তা ছিলো ভাবনার ও অতীত।উপাচার্য ডঃ কে এম মোহসীন তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়াও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *