প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কাটাখালীতে ছাত্রলীগের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শেরপুর জেলার কাটাখালীতে বৃক্ষরোপন করেছে শেরপুর জেলা ছাত্রলীগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও কলেজ শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দরা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৭৪ তম জন্মদিন।

এ-সময় উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখা ছাত্রলীগের সাবেক সদস্য তুষার আল নূর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুল হাসান রুবেল ও গুলশান থানা ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুর রহমান সহ আরো অনেকে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে বৃক্ষরোপণ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুল হাসান রুবেল বলেন,”জাতিরপিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রূপকার আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা।লাখ লাখ তরুণের আধুনিক বাংলাদেশ নির্মানের স্বপ্নদ্রষ্টা। একজন সফল রাষ্ট্রনায়কের নাম শেখ হাসিনা। আজ তার জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চাই। জাতিরপিতার জন্য দোয়া চাই।”

প্রধানমন্ত্রীর জন্মদিনে বৃক্ষরোপণ উপলক্ষে ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখা ছাত্রলীগের সাবেক সদস্য তুষার আল নূর বলেন,”বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাঁর ৭৪ তম জন্মদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ঐতিহাসিক কাটাখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে নেত্রীর জন্মদিনকে আমরা স্মরণীয় করে রাখতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *