“শহীদ রোজী জামাল সংসদের আলোচনা সভা”

 

শেখ ফাহিম

স্টাফ রিপোর্টার

১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যতম শহীদ রোজী জামালের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার প্রত্যয়ে গঠিত ‘শহীদ রোজী জামাল সংসদে’র গঠনতন্ত্র প্রনয়ন উপ কমিটির এক আলোচনা সভা গতকাল শুক্রবার রাজধানী ঢাকারপল্লবিতে অনুষ্ঠিত হয় । সংগঠনের উপদেষ্টা বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সহ-সভাপতি ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের আহবায়ক শেখ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ রোজী জামালের চাচা,একাত্তরের মুক্তিযুদ্ধ সংসদের চেয়ারম্যান প্রখ্যাত লেখক গবেষক বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদ।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন।

সংগঠনের সদস্য সচিব গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমদাদুল হক সোহাগের শুভেচ্ছা বক্তব্যের ধারাবাহিকতায় বক্তব্য রাখেন–
শহীদ রোজী জামাল এর চাচাতো ভাই সংগঠনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এটিএম তানভীর রহমান তপন,সিনিয়র সহকারী সচিব মোঃ মনজুর হোসেন, আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা, সংগঠনের সদস্য ৩৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারের চূড়ান্ত মনোনীত রিয়াজ উদ্দিন আহমেদ, কাশিয়ানী উপজেলা আওয়ামিলীগের সদস্য শরীফ আব্দুল আজিজ,এমএম ইন্টারন্যাশনালের সিইও
মোঃ মাসুদ রানা প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি গঠন করা হয় যেখানে আহবায়ক মনোনীত হয় ইমদাদুল হক সোহাগ ও সদস্য সচিব দেলোয়ার হোসেন মোল্লা এবং সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও আমিনুল ইসলাম আমিন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ন উপ-কমিটি শহীদ রোজী জামাল সংসদের একটি সমৃদ্ধশালী গঠনতন্ত্র উপহার দেবেন বলে সকলকে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *