আরমান হাসান: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের সৌজন্যে কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়। ২০২০-২১ অর্থবছরে চলতি খরিপ –২/ ২০২০-২১ মৌসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পূর্ণবাসন সহায়তা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শ্রীবরদী উপজেলা কৃষি অফিস চত্বরে শ্রীবরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে এবং শ্রীবরদী উপজেলা প্রশাসন এর সহযোগীতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে স্বল্প মেয়াদি ও মধ্য মেয়াদি এ বীজ বিতরণ করেন উপজেলা প্রশাসন।![]()
এ সময় কৃষকদের দিকনির্দেশনা ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা আক্তার। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এডিএম শহীদুল ইসলাম এবং শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার জনাব হুমায়ুন দিলদার সহ আরো অনেকে।