আহনাফ তাহমিদ ফাইয়াজঃ উইকিপিডিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংকলনে জবির বেদখল হলের তালিকায় ফেলা হয়েছে সদ্য উদ্বোধন হওয়া ছাত্রীহলকে।
গত ২০ অক্টোব, বিশ্ববিদ্যালয় দিবসে উদ্বোধন করা হয় “বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল”। হল উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। করোনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় খুললে হলে শিক্ষার্থীদের সিট বরাদ্দ শুরু হবে। কিন্তু নতুন একটি তথ্য জানাচ্ছে উইকিপিডিয়া।তাদের মতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বেদখল হলগুলোর নামের তালিকায় নতুন উদ্বোধন করা হলটির নামও রয়েছে।
কলেজ থাকাকালীন সময়ে জগন্নাথে হল ছিল ১২টি।কিন্তু ১৯৮৫ সালে স্হানীয়দের সঙ্গে সংঘর্ষে হলগুলো বেদখল হয়।বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হওয়ার পর বিভিন্ন সময়ে আন্দোলনের পরও এসব হল উদ্ধার করা সম্ভব হয় নি।যার কারনে হলগুলো এখনও বেদখল রয়েছে।

উইকিপিডিয়াতে জবির বেদখল হল লিখে সার্চ দিলে বেদখল হলগুলোর তালিকা আসে।আর ওই তালিকার সর্বপ্রথম নাম হলো সদ্য উদ্বোধন হওয়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল।
এবিষয়ে উইকিপিডিয়া বাংলার অবদানকারীদের একজন ও বাংলা ট্রিবিউনের জবি প্রতিনিধি সুবর্ণ আসসাইফ বলেন, উইকিপিডিয়ার তথ্যকে শতভাগ নির্ভরযোগ্য বলার সুযোগ নেই। এখানে যে কেউ যেকোনো তথ্য যুক্ত করতে পারে । তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সংক্রান্ত উইকি সংকলনটি দেখে মনে হচ্ছে এটা সম্পাদনাকারীর ভুলে হয়েছে। উইকিপিডিয়ার অবদানকারীদের যে কেউ এটা ঠিক করে দিতে পারবেন।
আআস/
এতো অ্যাপ থাকতে সবাই কেনো জুম ব্যবহার করছে! জানতে দেখুন