উদ্যোক্তা নিয়ে CEA এর জবি শাখার কমিটি গঠন

জবি প্রতিনিধি: আগামী এক বছরের জন্য ৩০ জন উদ্যোক্তা নিয়ে CEA এর  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস ভিত্তিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের মোঃ মিরাজ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শেখ জাকিয়া নূর ঐশী।

‘চাকরি করবো না, চাকরি দিবো’ এই সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে CEA. বাংলাদেশের সব ক্যাম্পাসিয়ান উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি সংগঠন Campasian Entrepreneurs Association (CEA)। খুব অল্প সময়ের মধ্যেই CEA তরুণ উদ্যোক্তাদের জন্য একটি দারুণ প্লাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-
সহ সভাপতি-মোঃ তানজিলুর রহমান খাঁন
সহ সভাপতি-ছানাউল্লাহ আরফান, সহ সভাপতি-আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক-সৌমিক ইসলাম রাহি, যুগ্ম সাধারণ সম্পাদক-সুবর্ণ আসসাইফ, সাংগঠনিক সম্পাদক-জুবায়ের, সহ সাংগঠনিক সম্পাদক-স্বরুপ, সহ সাংগঠনিক সম্পাদক-রায়হান, অর্থ সম্পাদক-রাফি, সহ অর্থ সম্পাদক-সাবা জহির, দপ্তর সম্পাদক-মোঃ তৌসিফ-উর-রহমান, উপ দপ্তর, সম্পাদক-ফারহান তানভীর

প্রচার ও প্রকাশনা সম্পাদক-সাদিয়া ইয়াসমিন
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক-মাহদি হাসান সিজান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক-মেহেরাবুল ইসলাম সৌদিপ, তথ্য সম্পাদক-মিরাজ হোসেন, সহ তথ্য সম্পাদক-কে.এম নাবীউল হাসান
মহিলা বিষয়ক সম্পাদক-কাজী সামিয়া
উপ মহিলা বিষয়ক সম্পাদক -অন্তরা সেন
বৃত্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক-রানা শেখ
উপ বৃত্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক-তাসজমিম তাবাসসুম, গবেষণা সম্পাদক-তৌফিকুর রহমান
উপ গবেষণা সম্পাদক-লামিয়া আনজুম
সাংস্কৃতিক সম্পাদক-আনন্যামা নাসুহা নুহিন
উপ সাংস্কৃতিক সম্পাদক-নুসরাত  জাকিয়া
সদস্য বিষয়ক সম্পাদক-সোমা রায়,
উপ সদস্য বিষয়ক সম্পাদক-মোঃ হাসান

এবিষয়ে নব্য সভাপতি বলেন, ” শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষিত বেকার তৈরি করছে আর বেশির ভাগ শিক্ষার্থী অন্ধের মত চাকরি পিছনে দৌড়াচ্ছে আর পরিণতি হিসেবে হতাশাকে জীবনসঙ্গী করে নিচ্ছে। তরুণরা যেনো উদ্যোক্তা হয়ে নিজ ও দেশের উন্নয়ন ঘটাতে পারে সেই দিকে নজর দিচ্ছে CEA. সবার সহযোগিতায়  আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য কাজ করে যাবে, ইনশাআল্লাহ”

সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ জাকিয়া নূর ঐশী বলেন, ‘দেশের চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। তরুণরা আর থেমে নেই। প্রযুক্তির কল্যাণে সবাই এখন ঘরে বসেই কাজ করতে পারছে,নিজেকে স্বাবলম্বী করে তুলার সুযোগ পাচ্ছে।গ্র‍্যাজুয়েশনের পর চাকরির আশায় বসে না থেকে অনেকেই নিজের উদ্যোগেই কাজ শুরু করে দিচ্ছে, আবার অনেকে ছাত্রজীবন থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সিইএ এমন তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। সিইএ এর সাফল্য কামনা করছি।’

উল্লেখ্য, এপর্যন্ত  CEA থেকে সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মিলে মোট ৩২ টি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বিভিন্ন কর্মশালার মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *