কেন্দুয়াতে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরন কর্মসূচি

মো.মনির হোসেন: ঢাকা কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অব কেন্দুয়া কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন এবং মৎস্য অবমুক্তকরন কর্মসূচীর  আয়োজন করা হয়।

শনিবার (২৪অক্টোবর) ‌নেত্র‌কোণা জেলার  কেন্দুয়া উপ‌জেলার গোগ বাজার সংলগ্ন এলাকায় এই  বৃক্ষরোপন এবং মৎস্য অবমুক্তকরন কর্মসূচী‌র  আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজকের প্রোগ্রাম কে সাফল্য মন্ডিত করেছেন জনাব, অসীম কুমার উকিল এম,পি নেত্রকোণা,৩(কেন্দুয়া-আটপাড়া) বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌরসভার সুযোগ্য মেয়র ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আসাদুল হক ভূইয়া। জনাব কুশল রনি,সহঃশিক্ষা অফিসার, গফরগাঁও উপজেলা এবং প্রধান উপদেষ্টা, ঢাকা কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অব কেন্দুয়া, আরও উপস্থিত ছিলেন জনাব তাজুল ইসলাম মহোদয় এবং কমিটির সভাপতি জাকারিয়া রনি ও
কমিটির সাধারণ সম্পাদক মো. শরিফ হাসান এসময়ে কেন্দুয়া থানার সামগ্রিক বিষয় নিয়ে দীর্ঘ বক্তৃতা করেন।কেন্দুয়া থেকে ঢাকায় বিভিন্ন সময় অাগত নতুন ছাত্রছাত্রীদের সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বক্তৃতা শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *