নিজস্ব প্রতিবেদনঃ আসন্ন ৪ নং গাজীরখামার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে যাচ্ছেন ইঞ্জিনিয়ার নূর-ই-আলম সিদ্দিক। এই রকম তথ্য নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার নূর-ই-আলম সিদ্দিক নিজেই।
জনাব ইঞ্জিনিয়ার নূর-ই-আলম সিদ্দিক শেরপুর সংবাদকে জানান, তিনি এবার তার নিজ প্রাণের ইউনিয়ন থেকে আসন্ন ইউপি নির্বাচনে পদপ্রার্থী হতে যাচ্ছেন।
তিনি আরো বলেন, নিজ এলাকার মানুষের সেবার মধ্য দিয়ে কাটাতে চান তার বাকি জীবন। তরুণ নেতা হিসেবে জনাব ইঞ্জিনিয়ার নূর-ই-আলম সিদ্দিক বেশ সাড়াও ফেলেছেন তার নিজ এলাকায়। তার উন্নয়নমূলক ও সমাজসেবার গতি যেন ক্রমশ বেড়েই চলেছে।
শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া এলাকার বাসিন্দা। আব্দুস সালাম মাস্টারের ৩য় সন্তান জনাব ইঞ্জিনিয়ার নূর-ই-আলম সিদ্দিক। তিনি খরখরিয়া শহিদ গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। অত:পর তিনি শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে ৪ বৎসর মেয়াদী ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রী অর্জন করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত। তিনি ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণায় অনুপ্রাণিত।
তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে আছেন। তাছাড়া তিনি সাবেক ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শেরপুর জেলা শাখার দায়িত্ব পালন করেছেন।তার রাজনৈতিক জীবনে তিনি সর্বদা সাধারণ মানুষের বিপদে আপদে সবসময় পাশে ছিলেন। এখনও আছে ভবিষ্যতে জনসাধারণের সাথে থাকার পত্যয় নিয়ে তার মনোভাবনায় এখন জনগণের সেবক হওয়ার ইচ্ছা।
নূর-ই-আলম সিদ্দিক শেরপুর সংবাদকে আরো জানান, জনগণের পাশে থেকে তাদের সেবা করাটা যেন তার এখন মূল উদ্দেশ্য । তাই তিনি তার নিজ ইউনিয়ন ৪ নং গাজিরখামার ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান আসন্ন ইউপি নির্বাচনে।সেই সাথে সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশা করেন তিনি।
নূর-ই-আলম সিদ্দিক বলেন, তরুন হিসেবে আমাদের ইউনিয়নকে সুন্দর ও সাবলীল রাখা আমাদের দায়িত্ব। আমাকেও একবার সুযোগ দিন গাজিরখামার ইউনিয়নবাসীর সেবা করার জন্য।