আরমান হাসান: শেরপুর সদর উপজেলার ৪ নং গাজীর খামার ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো সরুয়ারদি খান উজ্জল সভাপতি ও মো সুরুজ আলিকে সাধারণ সম্পাদক করে মোট (৩১ )সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেন শেরপুর সদর উপজেলা ছাত্রলীগ। সোমবার (২৬) অক্টোবর শেরপুর সদর উপজেলা ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
এ ছাড়াও গাজীর খামার ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি পদে খোরশেদ আলম ,আল আমিন খান ও রফিকুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক পদে মিতুল মিয়া, স্বাধীন সাংগঠনিক সম্পাদক পদে রুবেল আহমেদ কে মনোনিত করা হয়।
এ উপলক্ষে নব গঠিত কমিটির সভাপতি সরুয়ারদি খান উজ্জল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় আজ বিশ্বের রোল মডেল হতে যাচ্ছে। নবগঠিত গাজির খামার ইউনিয়ন কমিটির পক্ষ থেকে মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, সাধারন সম্পাদক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম উৎপল, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারন সম্পাদক মো রেজাউল করিম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রূপক সাধারণ সম্পাদক , মো নাজমুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দের প্রতি গাজীর খামার ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা ও কৃতঙ্গতা প্রকাশ করছি।’
গাজীর খামার ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ সুরুজ আলী সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রকাশ করে বলেন, “সংগঠনকে আরো গতিশীল করতে নতুন নেতৃত্বের বিকল্প নেই, আশা করছি নতুন নেতৃবৃন্দের হাত ধরে গাজীর খামার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও বেশি বেগবান হবে। হিংসা,ক্রোধ নয় সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে গাজীর খামার ইউনিয়ন ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যেতে চাই, সর্বোপরি ছাত্রলীগের গৌরব ও ঐতিহ্য বুকে ধারন করে এবং জননেত্রী শেখ হাসিনার ও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাবো নিরলসভাবে।”