ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

ফাহাদ, নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে বর্বরোচিত নির্যাতনসহ সাম্প্রতিক সময়ের সকল ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ‘পাবলিক ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব মঠবাড়ীয়া’ এর কর্তৃক আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

এসময় মানববন্ধনে  ভক্তরা তাদের বক্তব্য বলেন, ধর্ষণের মতো ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। আমার বোনের শরীরে যে ক্ষত লেগেছে তার বদলে ধর্ষককে খুঁজে এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

বক্তারা আরও বলেন, আজ দেশের কোন জায়গায় নারীরা নিরাপদ নয়। ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, ভ্রমণের সময়, যানবাহনেও নারীর যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হচ্ছে। তাহলে নারীরা কিভাবে চলবে?

শিক্ষার্থীরা দাবি জানান, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক। ধর্ষিতা নয়, ধর্ষকের ছবি প্রচার করা হোক। এজন্য সমাজের প্রত্যেকটা মানুষ সচেতন হওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *