আরমান হাসান: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মুহাম্মদ সা:কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সারা দেশের ন্যায় ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আয়নাপুর এর সাধারণ জনগণ।
শুক্রবার বিকেল ৪ টার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর বাজারে এই প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোব্ধ জনগণ বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল করে। মিছিল শেষে আয়নাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্লোগান দিয়ে একত্র হন তারা। এ সময় সেখানে বক্তব্য দেন স্থানীয় ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, “ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে। তারা বিশ্বশান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহবান।”