আরমান হাসান: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় সরকারি খাস জমি অবধৈ দখল মুক্ত করে বৃক্ষরোপণ করলেন উপজেলা প্রসাশন। রবিবার (১১ অক্টোবর) উপজেলার সেখদী নামক স্থানে ০.০৫ একর জমি দখলমুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব মন্জুর আহ্সান।
এ সময় সেখানে জমির মালিকানা ও তফসিল সম্বলিত ব্যানার টানানো হয়। এছাড়াও দখল বজায় রাখতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শ্রীবরদী উপজেলা ভূমি অফিসের স্টাফদের সাথে নিয়ে ২০ টি চালতা, কাঠাল এবং মেহগনি গাছও লাগানো হয়।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার সেখদী মৌজায় ৯৭৫ নং দাগে, ১ নং খতিয়ানে, কান্দা শ্রেণীর ০.০৫ একর সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মান এর চেষ্টা করলে তাৎক্ষনিক খাস জমিটি অবৈধ দখল মুক্ত করেন শ্রীবরদী উপজেলা প্রসাশন।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব মন্জুর আহ্সান বলেন, ” সরকারি খাস জমি অবধৈ দখল মুক্ত করার এই প্রক্রিয়াটি আমাদের আগে থেকেই চলে আসছে। মুজিববর্ষ উপলক্ষে আমরা সরকারি খাস জমি অবধৈ দখল মুক্ত করে সেখানে বৃক্ষরোপণ করি; যাতে ভবিষ্যতে আর খাস জমি অবধৈ ভাবে দখল না করতে পারে। আমাদের এই প্রক্রিয়াটি চলতে থাকবে।”