শ্রীবরদী‌তে রিপার মেশিনে ধান কাটা উদ্বোধন কর‌লেন কৃ‌ষি অ‌ফিসার হুমায়ুন

নি‌জেস্ব প্র‌তি‌বেদক: শেরপুর জেলার শ্রীবরদী উপ‌জেলায় রিপার মেশিনের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। শ্রমিক সংকট দূর করা,কম খর‌চে এবং দ্রুত সম‌য়ে ধান কাটার জন্য এ মেশিনের উদ্বোধন করা হয়। বৃহস্প‌তিবার (২২ অ‌ক্টোবর) উপজেলার রাণী‌শিমূল ইউনিয়নের মালা‌কোচা গ্রামে রিপার মেশিনে ধান কাটার উদ্বোধন করেন শ্রীবরদী উপ‌জেলা কৃষি অ‌ফিসার জনাব মোঃ হুমায়ুন দিলদার।

মালা‌কোচা গ্রা‌মের কৃষক শ‌হিদুল ইসলা‌মের জমিতে কৃষি ভুর্তকির কেনা ‌রিপার মেশিনে চলতি মৌসুমের আমন ধান কাটার কার্যক্রম উদ্বোধন করা হয়। রিপার মেশিনটি পে‌য়ে‌ছেন একই গ্রা‌মের জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী আরমান হাসান।

                         রিপার মেশিনে ধান কাটা উদ্বোধন

কৃষি অ‌ফিসার জনাব মোঃ হুমায়ুন দিলদার ব‌লেন, এই মে‌শিন‌ দি‌য়ে ‘শ্রমিক সংকট দূর হ‌বে, কম খর‌চে এবং দ্রুত সম‌য়ে ধান কাটতে পার‌বে কৃষকরা। রিপার মে‌শিন খুব সুন্দর ক‌রে সা‌ঁরিবদ্ধভা‌বে ধান কে‌টে রা‌খে; এতে ধানের কো‌নো ক্ষ‌তি হয় না। ‘

অনুষ্ঠা‌নে মেটাল ইন্ডাঃ এর প্র‌কৌশ‌লী জনাব আলমগীর হোসাইন ব‌লেন, ‘এখ‌নো মানু‌ষের মা‌ঝে এক‌টি ভী‌তি আ‌ছে যে, মে‌শি‌নে ধান কাট‌লে ধান বা খড় নষ্ট হয়; আসলে তা সত্য নয়। এই মে‌শিন দি‌য়ে কৃষক চাই‌লে উঁচু-‌নিচু যেভা‌বে ইচ্ছা ধান কাট‌তে পার‌বে। প্রত্যেকটি মেশিনের মাধ্যমে ঘন্টায় ১ একর জমির ধান কাটা সম্ভব। এতে করে শ্রমিক সংকট দূর করার পাশাপাশি শতকরা ৩ ভাগ খরচ সাশ্রয় হয়। এত কৃষকরা লাভবান হয়।

১ লক্ষ ৮০ হাজার টাকার এই রিপার মেশিনের মোট মূল্যের শতকরা ৫০ ভাগ সরকারিভাবে ভর্তুকি দেয়া হয়েছে। মেশিন মালিকরা এটির ভাড়া ভিত্তিতে বিভিন্ন কৃষকের ক্ষেতের ধান কাটবেন।

কৃষক মোঃ শ‌হিদুল ইসলাম জানান, ‘‌মে‌শি‌নে আমার ক্ষেত কাট‌তে পে‌রে আ‌মি খুবই খু‌শি। কারণ, এখন কামলার দাম অ‌নেক বে‌শি; আর আ‌মি একেবা‌রে কম দা‌মে আমার ধান কাট‌তে পার‌ছি ।’

অনুষ্ঠা‌নে শ্রীবরদী উপ‌জেলা উপ সহকারী কৃ‌ষি অ‌ফিসার জনাব মোঃ আব্দুল হা‌কিম, প্র‌কৌশ‌লী জনাব মোঃ শ‌রিফুল ইসলাম সহ অত্র এলাকার সাধারণ কৃষকগণ উপ‌স্থিত ছি‌লেন।

‌*রিপার মে‌শি‌নে ধান কাটার ভি‌ডিও লিংক

https://youtu.be/08uq56RP1P

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *