‌বিশ্ববিদ্যালয় দিবসে উদ্বোধন হ‌বে জ‌বির ছাত্রী হল

‌নিজস্ব প্র‌তি‌বেদক: বাংলাদেশের অন্যতম বিদ্যাপিঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।পুরান ঢাকার বুকে মাথা উচিয়ে শিক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। প্র‌তিবছর অক্টোবর মা‌সের ২০ তা‌রি‌খে বিশ্ববিদ্যালয় দিবস পালন ক‌রেন প্র‌তিষ্ঠান‌টি। এবারও করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হবে এবারের ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস। সেই সা‌থে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল (ছাত্রী হল) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শুভ উদ্বোধন করবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন (২০ অক্টোবর) প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রেরিত বার্তায় এ কথা বলা হয়।

২০ অক্টোবর  সকাল ১০ঃ১০ টায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করা হবে শহীদ মিনার চত্বর  বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। এরপর সকাল ১০ঃ৩০ মিনিটে   জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল (ছাত্রী হল) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শুভ উদ্বোধন করবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

উদ্বোধন শেষে ভার্চুয়াল  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মীজানুর রহমান, মাননীয় উপাচার্য এবং উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, মাননীয়  ট্রেজারার জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ হবে এবারের বিশ্ববিদ্যালয় দিবসের উদযাপন ।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়,  ক্যাম্পাস খুললে আমরা যথাযথ নীতিমালা অনুযায়ী হলে ছাত্রী উঠাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *