ধানমন্ডিতে যাত্রা শুরু করলো ‘অস্ট্রেলিয়ান প্লাস মিনি মার্ট’। বাংলাদেশে এই প্রথম একই ছাদের নিচে পাওয়া যাবে বিভিন্ন অস্ট্রেলিয়ান ব্রান্ডের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
রোববার (২৫ অক্টোবর) আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘অস্ট্রেলিয়ান প্লাস মিনি মার্ট’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অঞ্জনা,অভিনেতা নিরব প্রমুখ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুকিতুর রহমান জানান, দীর্ঘদিন অস্ট্রেলিয়াতে বসবাস করার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন পণ্য নিয়ে তিনি কাজ করছেন, তার এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের মানুষের দারপ্রান্তে আসল অস্ট্রেলিয়ার চাহিদা সম্পন্ন পণ্য পৌঁছে দেয়ার লক্ষে অস্ট্রেলিয়া প্লাস মিনি মার্ট এর যার্তা শুরু করছে।
প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা আমাদের দীর্ঘ দিনের একটা পরিকল্পনা আজ বাস্তবে রূপ দিলাম। বাংলাদেশের বাজারে অস্ট্রেলিয়ার প্রসাধনী সামগ্রীর ও শিশুদের বিভিন্ন পণ্যের চাহিদা রয়েছে সেখান থেকেই সবার কাছে অস্ট্রেলিয়ার আসল পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের এই চেষ্টা।