নিজস্ব প্রতিবেদন শেরপুর এর শ্রীবরদীর টেংগরপাড়া উচ্চবিদ্যালয় এ করোনা মহামারীতে এসএসসি পরিক্ষা বাতিল ও অটো পাসের জন্য মানব বন্ধন করেন আন্দোলন কৃত এসএসসি শিক্ষার্থীরা।
আন্দোলন কৃত ছাত্রদের প্রতিনিধি হিসেবে ইমন আকন্দ বলেন- নয় মাস থেকে আমাদের স্কুল বন্ধ ।আমরা দীর্ঘ নয় মাস থেকে পড়াশোনার বাইরে আছি ।আমাদের পরিক্ষা দেওয়ার মতো প্রস্তুতি নেই ।এমতাবস্থায় যদি পরিক্ষা নেওয়ার হয় তাহলে আমরা ভালো করতে পারব না ।যদিও অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে সরকার তবুও দেশের অধিকাংশ শিক্ষার্থি এ অনলাইন ক্লাস করার সুযোগ পাই নি ।যেহেতু শিক্ষার্থীরই পরিক্ষার জন্যে পর্যাপ্ত প্রস্তুতি নেই সেহেতু আমরা অটো প্রমোশনের দাবি জানাচ্ছি ।
এবিষয়ে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু রায়হান বলেন- শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]