ভোরের সংবাদ ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। শুনে অবাক হচ্ছেন, তাই না? কিন্তু অবাক হওয়ার কিছু নেই, সোশ্যাল মিডিয়া ফেসবুক জুড়ে ভাসছে এমনই কতগুলো ছবি।
• আরও পড়ুন, ফ্লাই গিজার: দূর্ঘটনা থেকে সৃষ্ট এক স্বর্গীয় সৌন্দর্য
ছবিগুলোতে দেখা যাচ্ছে, জবি ক্যাম্পাসের বিভিন্ন পাশ থেকে দেখা মিলছে হিমালয়ের দ্বিতীয় সর্বচ্চো উচুঁ এই চূড়া। ক্যাম্পাসের টিএসসি, ভিসিভবন, সাইন্স ফ্যাকাল্টি ও বিবিএ ভবনের ছাদ থেকে দেখা মিলছে নয়নভিরাম এই সৌন্দর্যের।
মূলত, কাঞ্চনজঙ্ঘা দেখা নিয়ে ট্রল চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও ট্রল নিয়ে পক্ষে-বিপক্ষে কথা উঠছে। তারই অংশ জবি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। শিক্ষার্থীদের টাইমলাইনে ঘুড়ছে ছবিগুলো।
• আরও পড়ুন, বাংলাদেশের আয়তন কত? যেভাবে হলো ২,৪৭,৬৭৭ বর্গ কিঃমিঃ
পরিসংখ্যান ১৪ ব্যাচের শিক্ষার্থী বায়েজিদ রহমান বলেন, হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে ক্যাম্পাসের ছবিতে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। প্রথমে হকচকিত হলেও, বিষয়টা বুঝতে পেরে মজা পেয়েছি।
আআস/
আশি কিংবা নব্বই দশকের স্কুল-কলেজ পড়ুয়া যে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, কোন কলমে লেখা শুরু করছেন? তবে নিশ্চিত থাকুন উত্তরটা আসবে, ইকোনো। ইকোনো, আশি-নব্বইয়ের দশকের সবার কাছে শুধুমাত্র বলপেনই নয় বরঞ্চ নস্টালজিয়ার নাম। যেভাবে হারিয়ে গেলো ইকোনোমিক বলপেন জানতে ক্লিক করুন নিচের লিংকে,
ইকোনো যুগঃ যেভাবে হারিয়ে গেলো এক প্রজন্মের নস্টালজিয়া