নিজস্ব প্রতিবেদক: টাংগাইলের ঘাটাইল পৌরসভার আসন্ন মেয়র নির্বাচন উপলক্ষে ১নং ঝড়কা ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ, শ্রমিক লীগের উদ্যোগে এক বৃহৎ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) আসন্ন নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী সরকারি জি.বি.জি কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি -আবু সাঈদ রুবেলের নির্বাচনী প্রচারণা সরূপ এই বৃহৎ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ১ ২ ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ছালমা বেগম, ঝড়কা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার আলী,সাবেক সভাপতি আবদুল হামিদ,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক নওশের আলী, সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ,রুবেল আহমেদ,মোঃখান মনির, গণেশ চন্দ্র আর্য্য,রাফসান সাইফ সন্ধি,রাহাদুল ইসলাম রাহাদ, মঙ্গল চন্দ্র আর্য্য,ফাহিম,নগেন,হৃদয়, অনিক।
উক্ত অনুষ্ঠানে নৌকা মনোনয়ন প্রত্যাশি ভি.পি রুবেল বলেন- ঘাটাইল পৌরসভায় মাদক-সন্ত্রাস নির্মূল করা অবকাঠামো ও রাজনৈতিক উন্নয়নই তার প্রধান লক্ষ্য। তিনি মানুষের ভালোবাসা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া নির্বাচনে প্রার্থীতা করবেন না এছাড়া তিনি এলাকার ভোটারদের তার পাশে থেকে দোয়া করার আহবান জানিয়েছেন।
১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তার আলী বলেন- সমসাময়িক সময়ের সবথেকে ক্লিন ইমেজের তরুন ছাত্র নেতা আবু সাঈদ রুবেল। ঘাটাইল পৌরসভার জনগণ তাকে নগর পিতা হিসেবে দেখতে চায়।তাই তিনি উপজেলা, জেলা, ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে ভি.পি রুবেলের মনোনয়ন জন্য সুপারিশ জানান
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওশের আলী বলেন- ভিপি রুবেলের মনোনয়নের জন্য ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ যেকোনো কিছু করতে প্রস্তুত।
ছাত্রলীগ নেতা গণেশ চন্দ্র বলেন- ঘাটাইলে সন্ত্রাস-মাদক নির্মূল করার জন্য একমাত্র সাহসী প্রার্থী হলো আবু সাঈদ রুবেল। ঘাটাইলে ভি.পি রুবেলে জনপ্রিয়তা অন্য যেকোন প্রার্থীর তুলনায় অনেক বেশি এছাড়াও মেয়র হয়ে কাজ করার সকল যোগ্যতা তার মধ্যে রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মনির বলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগে আবু সাঈদ রুবেলর ভালো পরিচিতি রয়েছে তাই ঘাটাইল পৌরসভার জনগণ যদি তাকে সমর্থন করে তাহলে ভি.পি রুবেল ই মনোনয়ন দৌড়ে, অন্য যেকোনো প্রার্থী হতে এগিয়ে থাকবেন।
ছাত্রলীগ নেতা সন্ধি বলেন- উত্তর টাংগাইলের সবথেকে কর্মী বান্ধব নেতা আবু সাঈদ রুবেল।ঘাটাইলের জণগণ তাকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য উৎসুক হয়ে আছেন।
অনুষ্ঠানে সাধারণ জনগনের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা যায় তাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বলেন- রুবেল যেখানে নৌকা সেখানে, নৌকা যেখানে রুবেল সেখানে তাই আমরা সকলেই ভিপি রুবেলের পক্ষে সর্মথন করি।
উক্ত বৈঠকে সকলের দাবি হলো তারা সকলেই আবু সাঈদ রুবেল কে নৌকা প্রতীকে নির্বাচিত করতে চান। উপজেলা-জেলা আওয়ামী লীগকে সুপারিশ করেন নৌকা প্রতীকে যেন তাকে নির্বাচন করার সুযোগ দেয়া হয়।