বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে ষড়যন্ত্রকারী‌দের বি‌রো‌দ্ধে প্র‌য়োজ‌নে আবারো অস্ত্র ধরবো

নিজস্ব প্র‌তি‌বেদক: মহান মুক্তিযুদ্ধের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির অপরাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহবান জানিয়েছেন শেরপ‌ুর জেলার শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক বিপ্লবী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে মৌলবাদীদের ষড়যন্ত্রে দাঁত ভাঙা জবাব দিতে প্রয়োজন হলে আবারো একাত্তুরের মতো অস্ত্র ধরবো’ ব‌লেও মন্তব্য ক‌রেন তি‌নি।

প্র‌তি‌বেদ‌কের সা‌থে ‌তি‌নি এসব কথা ব‌লেন, তিনি আ‌রো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে জীবনবাজি রেখে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি,মুক্তিযুদ্ধের মাধ‍্যমে স্বাধীনতা পাওয়া বাংলাদেশে স্বাধীনতা বিরোধী চক্র আজো সোচ্চার।তিনি আরো বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে মৌলবাদীদের ষড়যন্ত্রে দাঁত ভাঙা জবাব দিতে প্রয়োজন হলে আবারো একাত্তুরের মতো অস্ত্র ধরবো,বাংলাদেশের মাটিতে স্বাধীনতার বিরোধী শক্তির বিরুদ্ধে আজো সোচ্চার এই বীর মুক্তিযোদ্ধা।তিনি আরো বলেন একাত্তরের পরাজিত শক্তিরাই বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *