রোটারি ভাইব্রেট ক্লাব বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত”

রোটারি ভাইব্রেট ক্লাব বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,

সেবামূলক কার্যক্রম এবং সামাজিক দায়িত্ব পালনের উপর গুরুত্বপূর্ণ অবদান রাখতে রোটারী ভাইব্রেট ক্লাব এর উদ্যোগে শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এছাড়া রোটারি ফাউন্ডেশন ক্লাবের মেম্বার বৃদ্ধি ও রোটারির পাবলিক ইমেজ বৃদ্ধিসহ, রোটারি ইন্টারন্যাশনাল সারাদেশে পোলিও নির্মূলে বিশেষ ভূমিকা রেখে আসছে, সেই বিষয় কে কেন্দ্র করে আলোচনা করা হয়।

শুক্রবার (২১ নভেম্বর ) রোটারী ক্লাব অব বনানী মডেল টাউন এর চার্টার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ আশিকুর রহমান মিশুর সভাপতিত্বে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এ আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান ডিস্ট্রিক (৩২৮১) এর গভর্নর মোহাম্মদ রুবাইয়াত হোসেন।

সেমিনারে বক্তারা সুবিধা বঞ্চিত শিশু ও মানুষের পাশে থাকা এবং সকলের পাশে থেকে সকলের সহযোগীতার হাত সম্প্রসারণ করে ফাউন্ডেশন এর মেম্বার বৃদ্ধি সহ নানা দিক নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *