জবি প্রতিনিধি:
রাতের আঁধারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের দেওয়া বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে হামলার সাথে জড়িত অতিদ্রুত মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। সেই সাথে বিচারকার্য্য দ্রুত শেষ করতে হবে। অপরাধীদের অতিদ্রুত আইনের আওতায় আনা না হলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সারাদেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে উপযুক্ত জবাব দিবে। শিক্ষার্থীদের ওপর হামলা বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রাইসুল ইসলাম নয়ন জানান, শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হেনস্তা, হামলার শিকার হন।
শিক্ষার্থীরা এরকম অন্যায়ভাবে হামলার শিকার এবং অসম্মানী হতে থাকলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মেকে বড় বাধার সম্মুখীন হতে হবে।স্বাধীনতার পর শিক্ষার্থীদের উপর এরকম হামলা হয়তো নতুন রুপ কিন্তু নতুন ঘটনা নয়।
উল্লেখ্য, বুধবার ১৭ ফেব্রুয়ারী রাত ১ টার দিকে রূপাতলি হাউজিং এলাকায় শিক্ষার্থীদের উপর দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, রড দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে নগরের বিভিন্ন মেসে ন্যাক্কারজনক হামলা করা হয় । এতে ১১ জন শিক্ষার্থী সহ অনেকেই আহত হয়েছে।