আসন্ন ঘাটাইল পৌর নির্বাচনকে সমনে রেখে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা) প্রতীক প্রত্যাশী মোঃ আবু সাঈদ (ভিপি রুবেল)-এর পক্ষে আজ ৭নং ওয়ার্ডের অন্তর্গত খরাবর এলাকা প্রচারণা করেছেন তার সহধর্মিণী নুপুর ইয়াসমিন।
এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন ভিপি রুবেল ঘাটাইল আওয়ামী লীগের জন্য নিরলস এবং নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন । দলের জন্য বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন। তাই আমার অনুরোধ , আমার স্বামীকে আপনাদের দোয়া এবং সমর্থন দিয়ে সর্বদা উনার পাশে থাকবেন।
ভি.পি রুবেলের সহধর্মিণীি আরও বলেন, আবু সাঈদ রুবেল ঘাটাইলের মেয়র নির্বাচিত হলে ঘাটাইল পৌরসভাকে আধুনিক, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলবেন।