লেখক:বিজয় হাসান শরীফ
বুকের তাজা রক্ত দিয়ে
অর্জিত বাংলা ভাষা,
লাখো শহীদের আত্নত্যাগের ফলে
পেয়েছি আজ মাতৃভাষা।
বাংলার বীর সন্তান যারা
ভাষার জন্য দিয়েছে প্রাণ,
তাদের স্মৃতিতে শহীদ মিনার
চিরদিন রবে অম্লান।
একুশ তুমি বাঙালির গৌরব
একুশ তুমি অহংকার,
ভাষার জন্য শহীদ যারা
স্মরণ করি প্রতিবার।
একুশ তুমি চেতনার প্রতীক
লাল রক্তে রাঙানো,
উজ্জীবিত বাঙালির হৃদয়ে রবে
চিরদিন স্মরণে টানানো।
একুশ তুমি কন্ঠে স্লোগান
রক্তের বিনিময়ে ভাষা,
জাতির কাছে চির অমর তুমি
জাগিয়ে নতুন আশা।