ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সারোয়ার, সাধারণ সম্পাদক শাফিম

মো.মনির হোসেন

‘ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির’ নতুন কমিঠির
সভাপতি সারোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক এহসানুল হক শাফিম।

বুধবার (২৪ মার্চ) নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সর্ববৃহৎ সংগঠন ‘ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির’ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের দলীয় কার্যালয়ে সভাপতি মোঃ বাঁধন মিয়া এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বাধীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার হোসাইনকে সভাপতি এবং এহসানুল হক শাফিম কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আগামী ২১ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সারোয়ার হোসাইন বলেন,কেন্দুয়া উপজেলা থেকে ঢাকায় পড়তে আসা নবীন ছাত্রছাত্রীদের সব ধরনের সহযোগিতা করার পাশাপাশি সকলকে একসাথে নিয়ে কেন্দুয়ার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

নতুন কমিঠির সাধারণ সম্পাদক ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী এহসানুল হক শাফিম বলেন,কেন্দুয়া উপজেলা সকল শ্রেণির মানুষ ঢাকায় এসে যাতে কোন রকম সমস্যায় না পরতে  হয় সে লক্ষ্যে কাজ করে যাবো। আশাকরি ছোট-বড় সবাইকে পাশে পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *