‌শেরপুর জেলা জ‌বিয়ান ফোরা‌মের আনন্দ ভ্রমন

আরম‌ান হাসান: ঐ‌তিহ্যবাহী জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের শেরপুর জেলার বর্তমান ও সা‌বেক শিক্ষার্থী এবং বি‌ভিন্ন জেলা থে‌কে শেরপু‌রে কর্মরত‌ জ‌বিয়ান‌দের সংগঠন ‘‌শেরপুর জেলা জ‌বিয়ান ফোরা‌ম’ এর “আনন্দ ভ্রমন-২০২১” অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। গজনী অবকাশ কেন্দ্র, মধু‌টিলা ইকোপার্ক ও ঐ‌তিহ্যবাহী রাজাপাহা‌ড়ে জ‌বিয়ান ফোরা‌ম এর এ আনন্দ ভ্রমন অনু‌ষ্ঠিত হয়।

শুক্রবার (১২ মার্চ) সকাল ১০ ঘ‌টিকায় শেরপুর জি.কে. পাইলট স্কুল এর সাম‌নে থে‌কে আনন্দ ভ্রমন এর উ‌দ্য‌েশে জ‌বিয়ান ফোরা‌ম এর বাস‌টি ছে‌ড়ে যায়। এর পর গজনী অবকাশ কে‌ন্দ্রে প্রায় ৪ ঘন্টা ঘোরাঘু‌রি ক‌রে দুপু‌রের খাবার খে‌য়ে আবা‌রো তারা ভ্রমনে বে‌ড়ি‌য়ে প‌রে। এর পর মধু‌টিলা ই‌কোপার্ক হ‌য়ে তারা চ‌লে যায় ঐ‌তিহ্যবাহী রাজা পাহা‌ড়ে; সাড়া‌দিন ভ্রমন ক‌রে সেখান থে‌কে সন্ধ্যা ৬:৩০ মি‌নি‌টে তারা রওনা দেয় শেরপু‌রের উ‌দ্দেশ্যে। ‌এ আনন্দ ভ্রম‌নে এসে আনন্দ কর‌তে পারায় অত্যন্ত খু‌শি ফোরা‌মের সদস্যরা। তারা সাম‌নে আ‌রো এমন আনন্দদায়ক প্রগ্রা‌মের আশাও ব্যক্ত ক‌রেন তারা।

এ বিয়‌য়ে শেরপুর জবিয়ান ফোরামের সাধারন সম্পাদক র‌কিব হাসান লে‌নিন ব‌লেন, ‘ আজ আমা‌দের আনন্দ ভ্রম‌নে অ‌নেক মজা কর‌তে পে‌রে‌ছি; অ‌নেক ভা‌লো লাগ‌ছে। আমা‌দের আরো অ‌নেক ছোট ভাই-‌বোন ও বড় ভাই-‌বোন আ‌ছে,তারা তা‌দের বি‌ভিন্ন সমস্যার জন্য আজ আস‌তে পা‌রে‌নি। তারা আস‌তে পার‌লে আ‌রো ভা‌লো লাগত। সাম‌নের অনুষ্ঠা‌নে আশাক‌রি সবাই এক সা‌থে হ‌তে পারব; অ‌নেক আনন্দ কর‌তে পারব।’

এ বিয়‌য়ে শেরপুর জবিয়ান ফোরামের সভাপতি জ‌সিম উ‌দ্দিন ব‌লেন, ‘আজ যারা আস‌তে আস‌ছে সবাই‌কে ধন্যবাদ জানাই; আর যারা আস‌তে পা‌রে‌নি আশা ক‌রি সাম‌নের প্রগ্রা‌মে সবাই‌কে পাব। আর শেরপুর জেলা জবিয়ান ফোরামের সকল জবিয়ান দের সুখে দুখে পাশে দাড়ানোর জন্য সকল জবিয়ান দের এক হয়ে কাজ করার আহবান জানাচ্ছি। পাশাপাশি শেরপুর জেলা জবিয়ান ফোরাম আরও সুন্দর ভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যাবে সেই প্রত্যয় ব্যক্ত করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *