শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে নগদ অর্থ প্রদান করেন শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব নাসরিন বেগম ফাতেমা।
শুক্রবার (৩০ এপ্রিল) জনাব নাসরিন বেগম ফাতেমার নিজস্ব অর্থায়নে ২২ জন দোকান মালিককে ৫০০০ টাকা করে প্রদান করেন। শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাহাবুবুর রহমান সুজা মহোদয় ও সাধারণ সম্পাদক লিটন এর তত্ত্বাবধানে কর্ণঝোড়া বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানদার মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয়।আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন নাসরিন বেগম।
সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের জেলা, উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ।