চলো সমুদ্রকে জানি

মেহের আবজুন

আমি একটু মেরিটাইম, ওশানোগ্রাফি নিয়ে কথা বলবো। খুব সহজ ভাবে বলার চেষ্টা করব, আমার উদ্দেশ্য সর্বোচ্চ সংখ্যক মানুষকে জানান দেয়া। তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি পৌঁছে দেয়া যাতে তারা বুঝতে পারে সচেতনতার জায়গাটি। মেরিটাইম, ওশান এর বাংলা হলো সমুদ্র, সাগর।
আচ্ছা এটা দিয়ে কি করা যায়?
তার আগে একটু এর পরিসীমাটা বলতে চাই পৃথিবীর মোট পরিমাণের ৩০% হলো মাটি যেখানে আমরা মানুষ বসবাস করি এবং বাকি পুরো ৭০% পানি বা ওয়াটার বডি অর্থাৎ সমুদ্র অংশ। আমি প্রথমেই এই বিশাল সমুদ্রের সম্ভাবনা বা অবদানটাকে বুঝানোর চেষ্টা করলাম।
এখন আসি এ সমুদ্র নিয়ে আমরা কি কি করতে পারি?
আমরা ভাই কাজ চাই, অতোসতো বুঝে কি হবে!
কাজ চাই, টাকা চাই তাতেই হলো
জ্বি বলছি-
সমুদ্র একটা বিশাল ব্যাপার পৃথিবীর পরিপ্রেক্ষিতে যদি বলি তাতেই অনেক কম গবেষণা হয়েছে সেখানে বাংলাদেশ তো শিশু। আরেকটা কথা বলে নিতে চাই পৃথিবীর যেই মাটি অংশ (৩০%) তার প্রায় পুরোটাই আমরা ব্যবহার করে ফেলেছি মানে হলো পরবর্তী কিছু বছরের মধ্যে আমাদেরকে বিশাল সমুদ্র সম্পদের উপর নির্ভরশীল হতে হবে, মৌলিক চাহিদা মেটানোর জন্য।
এখন বলুনতো আমাদের কি করা উচিত!
শুধু কি সমুদ্রের সৌন্দর্যই দেখবো? উত্তর হলো জ্বি, তবে হ্যাঁ সমুদ্রকে সর্বোচ্চ ব্যবহারযোগ্য করে তুলতে হবে সাসটেইনেবল ওয়েতে, কোনভাবেই এর অপব্যবহার চলবে না। এই বিশাল সমুদ্রভান্ডারই আমাদের পরবর্তীতে ব্যবহারের একমাত্র সম্পদ আপাত দৃষ্টিতে।
এর জন্য আমাদের প্রথমে কি করা উচিত?
প্রথমেই আমাদের সকলকে সচেতন হতে হবে, নিশ্চিত করতে হবে যে, কোনভাবেই সমুদ্রের অপব্যবহার করা যাবেনা, দূষিত করা যাবেনা। এরপরই মূখ্য বিষয় হলো জ্ঞান অর্জন, বিশাল সমুদ্রের বিভিন্ন বৈচিত্র ও মূল্যবান সম্পদ পরিবেশ বান্ধবভাবে ব্যবহারের জন্য দক্ষ জনবল গড়ে তোলা, বিজ্ঞান সম্মত গবেষণা। সমুদ্র বিষয়ক জ্ঞানের দিক থেকে আমরা প্রাথমিক পর্যায়ে অবস্থান করছি, এখনো অনেক অনেক পথচলা বাকি।
এখন আসুন বাংলাদেশের সমুদ্রবিজ্ঞান বিষয়ক গবেষণা মূলক পড়াশোনার সুযোগ সুবিধা গুলো_

1. Department of Oceanography, University of Chittagong

2. Department of Oceanography, Noakhali Science and Technology

3. Department of Oceanography, Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University

4. Department of Marine Fisheries and Oceanography (MFO) Patuakhali Science and Technology, Dumki

5. Department of Oceanography, University of Dhaka

6. Department of Oceanography, Shahjalal University of Science and Technology, Sylhet

উপরিউক্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে মান সম্মত বিজ্ঞান বিষয়ক গবেষণার ধারণা দিবে, আপনাকে আরো কৌতূহলী করে তুলবে। যেখানে আপনি নিজেকে জ্ঞানের ভান্ডার হিসেবে গড়ে তুলতে পারবেন। দক্ষ জনবল হিসেবে গড়ে উঠবেন, আপনি হতে পারেন আগামী প্রজন্মের ভবিষ্যৎ।
আমাদের গবেষণার প্রবৃদ্ধির জন্য সমুদ্রবিজ্ঞানে স্নাতক লাভের পর, এর কোন বিশেষ বিষয়ের উপর স্নাতকোত্তর এবং পরবর্তীতে ডক্টরেট গ্রহণ করা যেতে পারে।
যেখানে দক্ষ জনবলের বিজ্ঞান বিষয়ক গবেষণাকে কাজে লাগিয়ে আমাদের সমুদ্র সম্পদ আহরনের একটা বিশাল সম্ভাবনা তৈরি হবে।
আমি ছোট্ট করে একটু বলতে চাই, মেরিটাইম ইউনিভার্সিটি এটা বাংলাদেশের একমাত্র স্পেসিয়ালাইজড ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যই হলো সমুদ্রের সকল প্রকার সম্পদ আহরনের জন্য দক্ষ জনবল গড়ে তোলা। মেরিটাইম ইউনিভার্সিটি ইজ অল অ্যাবাউট ওশান।

সমুদ্রবিজ্ঞান বিষয়টি যেহেতু মাল্টিডিসিপ্লিনারি এর ব্যবহার বিশদ। স্নাতক লাভের পর আপনার পছন্দ মতো, যেটার উপর বেশি আগ্রহ হবে, আকর্ষণীয় লাগবে সেটার উপর স্নাতকোত্তর করতে পারেন। আমি কিছু বিষয়ের নাম উল্লেখ করে একটু লোভ লাগাতে চাই যেমন
হাইড্রোগ্রাফি, সেডিমেন্টোলজি, ফিজিক্যাল ওশানোগ্রাফি, ক্যমিক্যাল ওশানোগ্রাফি, সেইসমোলজি এবং হাইড্রোকার্বন, ক্লাইমেট চেইঞ্জ, ফিশারিজ ওশানোগ্রাফি, মেটেওরোলজি ফোরকাস্টিং, ল অব দ্যা সী আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাকে স্নাতকে পড়ানো হবে এবং এখান থেকেই আপনি আপনার সবথেকে পছন্দের বিষয়টি বেছে নিতে পাড়বেন।

আচ্ছা আমরা এখন একটু কর্মক্ষেত্র নিয়ে কথা বলবো যেটা প্রায় সবারই প্রধান উদ্দেশ্য_
এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথাটি বলে নেই। যেহেতু আগেই বলেছি সমুদ্রবিজ্ঞান বিষয়ে বাংলাদেশ শিশু অতএব কর্মক্ষেত্রটি ই আপনাকে তৈরি করতে হতে পারে। নিজেকে সেইভাবেই গড়ে তুলতে হবে।

আমরা এখন দেখবো বাংলাদেশে কি কি কর্মক্ষেত্র তৈরী হয়েছে ওশানোগ্রাফির উপর_

১. বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট
এটা মূলত সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ প্রতিষ্ঠান যেখানে সমুদ্র নিয়ে গবেষণা করা হয়।

২. উপরিউক্ত বিশ্ববিদ্যালয় গুলোতে আপনি আপনার যোগ্যতা ও পছন্দ মতো শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন।

৩. বাংলাদেশ এটমিক এনার্জি কমিশন
Beach Sand Mineral Exploitation Center (BSMEC). This is a research institute mainly

৪. Bangladesh Fisheries Research Institute

৫. Space Research and Remote Sensing Organisation (SPARRSO)

লেখক:শিক্ষর্থী,বঙ্গবন্ধু মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি
ওশানোগ্রাফি ২য় ব্যাচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *