সানাউল্লাহ ফাহাদ: করোনা মহামারীতে বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে উপমহাদেশের জনপ্রিয় ও বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসব জনসেবামূলক কাজকে সবসময় তত্ত্বাবধান করছেন বাংলাদেশ ছাত্রলীগের দুই দিকপাল সভাপতি
জনাব আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব আল-নাহিয়ান খান জয়ের নির্দেশনায়, বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকায় মাস্ক বিতরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছুসংখ্যক কর্মীরা, এসময় অংশগ্রহণ করেন জবি ছাত্রলীগের ইমরুল নিয়াজ, সাইদুল ইসলাম সাঈদ, রবিউল ইসলাম রবি, নাইম হোসেইন ও রাইয়ানুল ইসলাম সহ অনেক কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলাম সাঈদ বলেন, মুজিব আদর্শের একজন সৈনিক হিসেবে দেশের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের জনসেবামূলক কাজের অংশ হিসেবে মানুষের সেবার জন্য সচেতনতা বৃদ্ধিতে আমাদের এ প্রত্যয়। এ ধারা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ্।