গণিত ও কিছু কথা

যারা মজার বিষয় গণিত নিয়ে পড়তে যাচ্ছো বা পড়তেছো তাদের জন্যই সকল বিজ্ঞানের রাণী গণিত নিয়ে কিছু কথা।গণিত পড়তে হয়নি এমন ছাত্রছাত্রী খুঁজে পাওয়া যাবে না।
কিন্তু আমরা গণিতে কি আছে তা না জেনেই গণিত ছেড়ে অন্য বিষয়ে চলে যাই আর ভালোবাসার গণিত হয়ে যায় আক্ষেপ! এমন কিছু হওয়ার আগে চলো গণিত নিয়ে আড্ডা দেই।

জীবনের জন্য হলেও গণিতের সঙ্গ লাগবেই।
ধরো একটা হিসাব অন্যরা যখন কাঁঠ-খড়ি পুড়িয়ে করছে,তখন তুমি অনায়াসে করে দিলে। তোমার কাজই তো যুক্তি(গণিত) নিয়ে।
আবার ধরো বন্ধুদের সাথে রেস্টুরেন্টের আড্ডায় নিমিষেই বিলের হিসাব করে দিলে ,তখন কার না ভালো লাগবে?
বাসার পিচ্চিগুলো আমার কথা শোনা মানেই আমিই বাসার রাজা! আর এটা পেতে পারো অন্যরা যে ম্যাথগুলো কম পারে তা করে দিয়ে।
আর ম্যাথ দিয়ে চমক লাগানোর অপশন তো কম নেই।চমক দিলে পিছে পোলাপান ঘুরঘুর তে করবেই!!

গণিত হচ্ছে যুক্তি,যেকোন কিছুর যৌক্তিক এবং শৈল্পিক পথে সহজতর সমাধান।গণিত হচ্ছে বিজ্ঞানের যৌক্তিক ভাষা।যে যত বেশি ভাষাটা বুঝবে,তার হৃদয়ঙ্গম হবে তত বেশি,সে হবে তত বেশি পারদর্শী।ভাষাটা বুঝলে,ভালোবাসাও বাড়বে।
গণিতের প্রতি ভালবাসা কাউকে নিরাশ করে না।শুধু গণিতের ভাষা জানতে হয়,বুঝতে হয়।
তাছাড়া গণিতের সাথে বিজ্ঞানের সবকটা বিষয়ই জড়িয়েছে তাই গণিতের কদর সব সময়ই।

হালের ‘বিসিএস’ থেকে যে কোন চাকরির পরীক্ষায় সিংহভাগই গণিতের উপর।
শুধুমাত্র ম্যাথে ভালো পারফরমেন্স না করতে পারায়,বেশির ভাগ ছাত্রই পিছিয়ে পড়ে কাঙ্ক্ষিত সোনার হরিণ ধরার দৌড়ে!
অথচ তোমার চারটা বছরই কাটবে ম্যাথের সাথে।
বুঝতে পারছ কিছু?

বিদেশে বেশিরভাগ স্কলারশিপ শুধুমাত্র গণিত কেন্দ্রিক,সহজে তাই আরো উন্নত শিক্ষার বিস্তর সুযোগ। তারপর থাকছে যেকোন ফিল্ডেই কাজ করার অবাধ সুযোগ। ব্যাংকিং থেকে কর্পোরেট,মন্ত্রনালয় থেকে বাল্যশিক্ষা স্কুল,সবদিকে গণিতের জয়জয়কার।

দু’হাত খুলে তোমার অপেক্ষায় গণিতের যুক্তি।
তাহলে দেখা হবে,কোন এক যুক্তির সমাধানে।

লেখকঃ সায়েব এ রাকাত
গনিত বিভাগ(অধ্যয়নরত),
সেশনঃ২০১৬-১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়,গাজীপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *