ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের পাশে ঈদ সামগ্রী নিয়ে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা

ঈদ উপহার নিয়ে ঠাকুরগাঁও শহরের ৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রলীগ নেতা হিমুন সরকার।

মঙ্গলবার(১১ মে) বিকেলে ঠাকুরগাঁও শহরে বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালনা করেন।

ঈদ সামগ্রী

এই ছাত্রলীগ নেতা রোজার শুরুতেও ইফতার সামগ্রী নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। এরই ধারাবাহিকতায় ঈদকে কেন্দ্র করে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদের জন্য সেমাই, চিনি, দুধ এবং মুড়ি বিতরণ করেন । ঈদের দিন যেন সবাই মাস্ক পরে নামাজ পড়তে যেতে পারেন এজন্য ছিন্নমুল মানুষদের মাঝে মাস্কও বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলাল হোসেন স্বপন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রনিসহ ছাত্রলীগ নেতা কর্মীরা।

ঈদ সামগ্রী বিতরন নিয়ে জানতে চাইলে হিমুন সরকার বলেন, আমার নিজ অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে থাকার। আগামীতেও এই কার্যক্রম চলমান থাকবে। এসময় তিনি বিত্তবানদের দুঃস্থদের পাশে দাড়ানোর আহ্বান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *