
সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দুটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুনের জায়গায় দলে আছেন মোসাদ্দেক। তাসকিন আহমেদের বদলে আজ ওয়ানডে অভিষেক হচ্ছে শরীফুল ইসলামের।
ইসুরু উদানার প্রথম তিন বলে তিনটি চার মেরেছেন তামিম ইকবাল। অতিরিক্তসহ প্রথম তিন বলে বিনা উইকেটে ১৪ রান বাংলাদেশের। প্রথম ওভার শেষে ১৫ রান বাংলাদেশের।

আউট হয়ে গেলেন তামিম
দুষ্মন্ত চামিরার প্রথম বল প্যাডে আঘাত হেনেছিল তামিম ইকবালের। আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদ্দৌল্লা। রিভিউতে সিদ্ধান্ত অবশ্য বদলাতে হয়েছে তাঁকে। ৬ বলে ১৩ রান করে ফিরে গেছেন তামিম।
শূন্য হাতে ফিরে গেলেন সাকিব!
চামিরা ফিরিয়ে দিয়েছেন সাকিব আল হাসানকে। ওভারের চতুর্থ বলে সাকিবকেও এলবিডব্লু করলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার চামিরা। ১.৪ ওভার শেষে ২ উইকেটে ১৫ রান বাংলাদেশের।
২০ ইনিংস ও ১৭ ইনিংস পর ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে এটা তাঁর ১১তম শূন্য।


টানা দ্বিতীয় ওভার মেডেন দিলেন চামিরা। দুই ওভার শেষে শ্রীলঙ্কার পেসারের বোলিং ফিগার ঈর্ষণীয়, ২-২-০২! ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৬ রান। শেষ ৩ ওভারে মাত্র ১ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে আছেন লিটন দাস(১*) ও মুশফিকুর রহিম