পাশে থাকার প্রত্যয় নিয়ে গঠিত হলো শিক্ষা সাম্য ঐক্য ও শান্তির পতাকাবাহী সংগঠন “কথা দিলাম” এর গাজীরখামার ইউনিয়ন শাখার নতুন কমিটি। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ স্বাধীন হোসাইন শান্ত ও সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে মোঃ আবু সালেহ্ কে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জি এম নাহিদ ২০১০ সালের অক্টোবরের ১০ তারিখে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ১০ বছরেরও অধিক সময় ধরে তিনি সংগঠনটির মাধ্যমে শেরপুরের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছেন। সংগঠনটি রক্তদানের মতো মহৎ কাজের পাশাপাশি বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে ত্রাণ বিতরণ সহ সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে থাকে।
সংগঠনকে আরো এগিয়ে নিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে নতুন নেতৃত্বকে বরণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা জি এম নাহিদ।