বঙ্গবন্ধু স্মর‌ণে তরুণ সমা‌জের উ‌দ্যো‌গে ‘মু‌জিব কর্ণার’

জেলা প্রতি‌নি‌ধি, নীলফামারী

১৫ আগ‌স্টের জাতীয় শোক দিব‌সে দে‌শের প্রত‌্যন্ত অঞ্চল নীলফামারী সদ‌রের রামগঞ্জ বাজা‌রে গ‌ড়ে তোলা হ‌য়ে‌ছে মু‌জিব কর্ণার। বি‌ভিন্ন বিশ্ব‌বিদ‌্যালসহ দে‌শের বেশ‌ কিছু শিক্ষা প্রতিষ্ঠা‌নের তরুণ শিক্ষার্থী‌দের উ‌দ্যো‌গে আ‌য়ো‌জিত মু‌জিব কর্ণার সারা ফে‌লে‌ছে ওই এলাকায়।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, র‌বিবার সদর উপ‌জেলার রামগঞ্জ বাজা‌রের জি‌রো প‌য়ে‌ন্টে মু‌জিব কর্ণার না‌মে জা‌তির পিতার স্মর‌ণে এক‌টি স্টল তৈ‌রি করে ব্রিগেট টুপামারী না‌মের এক‌টি স্বেচ্ছা‌সেবী সংগঠন। সেখা‌নে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবসহ ১৫ আগ‌স্টে শহীদসক‌লের স্মৃ‌তিচারণ ক‌রে ফ‌টোগ‌্যালারী সাজা‌নো হ‌য়। স্থানীরা এমন আ‌য়োজন‌কে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন এবং জা‌তির পিতাকে শ্রদ্ধার স‌ঙ্গে স্মরণ করেছে।

জানা যায়, এ‌দিন ভোরে বঙ্গবন্ধু কর্ণা‌রে স্থাপন করা জা‌তির পিতার অস্থায়ী প্রতিকৃ‌তি‌তে পুষ্পমাল‌্য অর্পণ ক‌রেন টুপামারী ইউ‌পি চেয়ারম‌্যান ম‌ছিরত আলী শাহ ফ‌কির, টুপামারী ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি বাবু প‌রেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা । এসময় উপ‌স্থিত ছি‌লেন ইউ‌পি আওয়ামী স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি আব্দুল ম‌জিদ ও সাধারণ সম্পাদক মাহামুদুল হাচান মাসুম। এছাড়াও এসময় উপ‌স্থিত ছি‌লেন বি‌ভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আ‌য়োজক সংগঠন‌টির পক্ষ‌ থে‌কে কু‌ষ্টিয়া ইসলামী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, আমরা আমা‌দের ক্ষুদ্র প্রচেষ্ঠায় জা‌তির পিতার প‌রিবা‌রের প্রতি যে অ‌বিচার করা হ‌য়ে‌ছে তা গ্রা‌মের সাধারণ মানুষ জানা‌তে চে‌য়ে‌ছি। এলাকার একজন সাধারণ নিরক্ষর মানুষও য‌দি এসব দে‌খে নতুন ক‌রে কিছু জান‌তে পা‌রে তা‌তেই আমা‌দের আয়োজন সফল।

এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে টুপামারী ইউ‌পি প‌্যা‌নেল চেয়ারম‌্যান মাহমুদুল হাচান মাসুম ব‌লেন, আমরা জাতীয় শোক দিব‌সে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিব‌কে শ্রদ্ধার স‌ঙ্গে স্মরণ ক‌রি। আমা‌দের প্রত্যেকের আজ‌কের দি‌নে নতুন ক‌রে স্বাধীনতা বি‌রোধী‌দের প্রতিহত করার শপথ নি‌তে হ‌বে। স্থানীয় তরুণ‌দের এমন আ‌য়োজন‌কে আমার পক্ষ থে‌কে আন্ত‌রিক ধন‌্যবাদ জানাই।

ভো‌রের সংবাদ/এএইচ/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *