আরমান হাসান, জবি করেসপন্ডেন্ট: বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দু’দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিন ২০২২-২৩ মেয়াদের জন্য অর্থনীতি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়াও অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী রিদয় হোসেন বলেন ‘তার এই সফলতা জবি অর্থনীতি বিভাগকে অারও সামনে এগিয়ে নিয়ে যাবে।’
নির্বাচনে সমিতির সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক অধ্যাপক হান্নানা বেগম, রাজশাহী বিশ্ববদ্যিালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সরদার, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
কোষাধ্যক্ষ হয়েছেন ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক বদরুল মুনির ও এইচডিআরসির উপপরিচালক শেখ আলী আহমেদ টুটুল। এ ছাড়া সহ-সম্পাদক পদে পাঁচজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জন নির্বাচিত হয়েছেন।