জবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর সমাজকল্যাণ ভাবনা: বর্তমান প্রেক্ষিত’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব‌বিদ্যাল‌য়ের সমাজকর্ম বিভাগের ১০১ নং কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

‌সোমবার (১০ জানুয়া‌রি) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের প্রধান অতিথি‌তে সে‌মিনার‌টি অনু‌ষ্ঠিত হয়।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপাচার্য বলেন,”বঙ্গবন্ধু যখন পাকিস্তানের অন্ধকার কারাগারে বন্দি ছিলেন তাকে বিভিন্ন ভাবে মানুষিক নির্যাতন করা হয়েছে। তিনি সেখান থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারী দেশে ফিরেন।তিনি একটি সুখী সমৃদ্ধ দারিদ্রমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে খুবই অল্প সময় হাতে পেয়েছিলেন।তাকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে থামিয়ে দেওয়ার চেষ্ঠা করা হয়েছিলো কিন্তু বর্তমান সরকার দেশকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে।কৃষি, শিল্প সহ বিভিন্ন কিছুতেই দেশ বহি:বিশ্বে অনেক এগিয়ে গেছে।”

বিশেষ অতিথি হিসেবে মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন,”বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে আমরা দেখতে পাই তিনি অত্যন্ত সাধারণ ভাষায় তার ভাবনা,চিন্তা- চেনতা গুলোর কথা উল্লেখ করেছেন।আমরা দেখতে পাই বঙ্গবন্ধু যখন গ্রামে যেতেন সেখানে গ্রামের সাধারণ মানুষগুলোকেও বুকে জড়িয়ে নিতেন এ থেকেই বুঝা যায় বঙ্গবন্ধু কত উদার মনের মানুষ ছিলেন।এখান থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।”

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।
এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।

স্বাগত বক্তব্য প্রদান করেন সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন,”জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার পর স্বল্প সময়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, সমাজকল্যাণ সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদানকে অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সমাজকল্যাণ ভাবনা বিশদভাবে ব্যাখ্যা করেন। আলোচক ও বক্তারা বঙ্গবন্ধুর সমাজকল্যাণ রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে সামাজিক নিরাপত্তার সূচকসমূহ অর্জন, সর্বোপরি বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য গুরুত্বারোপ করেন।” সেমিনার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব বুশরা জামান।

উক্ত সেমিনারে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারমানবৃন্দ, সমাজকর্ম বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *