চাকরিতে বয়স বৃদ্ধির দা‌বি‌তে মহাসমাবেশ র‌বিবার

সরকারি চাকরিতে বয়স বৃদ্ধিসহ চার দফা দাবিতে মহাসমাবেশ আগামী ‌র‌বিবার । রাজধানীর শাহবাগে ‌র‌বিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সমাবেশটি অনুষ্ঠিত হবে ব‌লে যানা গে‌ছে। এ সমাব‌‌েশে সারাদেশের চাকরিপ্রত্যাশীরা অংশ নেবেন। এর আগে, ২৪ ফেব্রুয়ারি সমাবেশটি হওয়ার কথা ছিলো। । অ‌নিবার্য কার‌ণে তা‌রিখ প‌রিবর্তন ক‌রে ২৭ ফেব্রুয়া‌রি মহাসমাবেশের ডাক দি‌য়ে‌ছেন চাক‌রি প্রত্যাশীরা।

ত‌বে আয়োজকরা বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রত্যাশীরা সমাবেশে আসবেন। তারা আরেকটু সময় চেয়েছেন। সমাবেশে যাতে সবাই আসতে পারেন সে জন্য তারিখ পেছানো হয়েছে। এছাড়া ভাষা মাসের কারণে শাহবাগ এলাকায় নিরাপত্তা বেশি থাকে। সে হিসেবে মাসের শেষের দিকে সমাবেশটি করা হচ্ছে।

এবিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ‍মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, সমাবেশে সারাদেশ থেকে চাকরিপ্রত্যাশীরা আসবেন সবাই যা‌তে আস‌তে পা‌রে; তাই আমরা তা‌রিখ একটু পিছা‌য়ে দি‌য়ে‌ছি। আর ২৪ তা‌রিখ অ‌নেক চাক‌রির প‌রিক্ষাও আ‌ছে। আশা করি সমাবেশ অনেক বড় হবে। সবাই যাতে এতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আরেকটু সময় নেয়া হচ্ছে।

এছাড়াও বয়সবৃদ্ধি ছাড়াও চাকরিপ্রত্যাশীদের আ‌রো কিছু দাবি র‌য়ে‌ছে, তা হলো- নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস বন্ধ, নিয়োগ পরীক্ষার ফি ১০০ টাকা নির্ধারণ, পরীক্ষাগুলো বিকেন্দ্রীকরণ করা এবং একদিনে শুধু একটি পরীক্ষা নেয় ইত্যা‌দি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *