ভাষা শহীদদের স্মরণে জবি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

জবি প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোস্তাকিম ফারুকী, সাধারণ সম্পাদক আরমান হোসেন, অর্থ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, কার্যনির্বাহী সদস্য অনুপম মল্লিক আদিত্য ও মেহেদি হাসান। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সদস্য সানাউল্লাহ ফাহাদ, রিদুয়ান ইসলাম, আসাদুজ্জামান আপন সহ প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার ওহিদুজ্জামান ও প্রক্টর মোস্তফা কামাল।

এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ।

এদিকে, রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে একুশে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ‘চেতনায় একুশ’ শীর্ষক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নাচ ও প্রবন্ধ পাঠের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়টি সাংস্কৃতিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *