‌ভো‌টে নির্বা‌চিত হ‌লেও গে‌জেট পা‌চ্ছেন না চেয়ারম্যান

শেরপুর জেলা শ্রীবরদি উপ‌জেলার ২নং রাণীশিমুল ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও গেজেট দি‌চ্ছে না দেওয়ার অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ। তা‌দের অ‌ভি‌যোগ ৯ ইউ‌নিয়‌নের ম‌ধ্যে ৮ টি গে‌জেট দিয়ে‌ছে কিন্তু আমা‌দের এই ১‌টি‌ ইউ‌নিয়‌নে দি‌চ্ছে না। আ‌গের চেয়ারম‌্যান‌কেই রাখ‌তে চা‌চ্ছেন ব‌লেও অ‌ভি‌যোগ তা‌দের।

র‌বিবার (৬ ফ্রেরুয়ারী) জাতীয় প্রেসক্লা‌বের মাওলানা আকরাম খা হ‌লে এক সংবাদ স‌ম্মেল‌নে তারা এ অ‌ভি‌যোগ ক‌রেন।

সংবাদ স‌ম্মেল‌নে নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব আ. হামিদ সোহাগ ব‌লেন,গত জানুয়া‌রি মা‌সের ২৬ তারিখে শেরপুর জেলা শ্রীবরদি থানা ২নং রাণীশিমূল ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও অদ্যবধি পর্যন্ত কোন গেজেট দেওয়া হচ্ছে না। বা‌কি ৮‌টি ইউ‌নিয়‌নে গে‌জেট দি‌য়ে‌ছে নব নির্বাচিতরা দা‌য়িত্ব বু‌ঝে নি‌য়ে‌ছে।‌কিন্তু আমা‌দের ইউ‌নিয়‌নে গেজেটও দি‌চ্ছে না দা‌য়িত্বও বু‌ঝি‌য়ে দি‌চ্ছে না। যার ফলে এলাকাবাসী, ভোটাররা ও নির্বাচিত সদস্যরা হতাসায় দিনাতিপাত করছে।

তি‌নি ব‌লেন, একই তারিখে ৯টি ইউনিয়নে নির্বাচন সংগঠিত হয়। যার ৮টি ইউনিয়নে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু ১টি ইউনিয়ন (২নং রাণী‌শিমূল ইউনিয়ন) এ গেজেট প্রকাশ করা হয়নি।

তি‌নি অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, আমরা তথ‌্য পে‌য়ে‌ছি আ‌গের চেয়ারম‌্যান যি‌নি নৌকার প্রার্থী হ‌য়ে নির্বাচ‌নের হে‌রে গে‌ছেন তা‌কেই চেয়ারম‌্যান রাখার পাইতারা কর‌ছে। বেসরকারি ভাবে আমা‌দের বিজয়ী ঘোষণা করা হ‌য়ে‌ছে কিন্তু আ‌মি সহ আমার ইউ‌নিয়ন সংর‌ক্ষিত ম‌হিলা সদস‌্য ও পুরুষ সদস‌্যদের গে‌জেট দি‌চ্ছে না।

আঃ হামিদ সোহাগ বলেন, প্রধান নির্বাচন কমিশনার (বাংলাদেশ নির্বাচন কমিশন), মাননীয় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার (বাংলাদেশ নির্বাচন কমিশন) এবং মাননীয় সচিব (বাংলাদেশ নির্বাচন কমিশন) এর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নির্বাচিত হওয়ার পরও কেন আমার ইউনিয়নে আমাকে এবং আমার সদস্যদেরকে গেজেট দেওয়া হচ্ছে না? আমাদের অপরাধ কি ? আমরাতো বেআইনীভাবে জাল ভোট নিয়ে পাশ করিনি। আমাদেরকে এলাকাবাসী নিজ ইচ্ছায় ভোট দিয়ে বিজয়ী করেছেন। এমনকি স্থানীয় নির্বাচন প্রশাসন নির্বাচন পর্যবেক্ষন করে ভোট গণনা করে আমাদেরকে বিজয়ী ঘোষনা করে আমাদের হাতে বেসরকারি ঘোষণা এবং ফলাফল দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত আমরা কেন গেজেট পাচ্ছি না ?

তি‌নি ব‌লেন, আমরা নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ মানবতা দরদী শেখ হাসিনা’র দৃষ্টি আকর্ষণ করছি। যাতে করে আমরা আমাদের ন্যায্য অধিকার (গেজেট) পেতে পারি তাহার বিহীত ব্যবস্থা গ্রহণে মর্জি হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছি‌লেন সংরক্ষিত মহিলা আসনের ৩ (তিন) জন সদস্য কল্পনা নাসরিন, সাহারা খাতুন ও সাহিদা খাতুন, সাধারণ সদস্য মোসতাক আহমেদ, সুজা মন্ডল, শহিদুল্লাহ, আঃ রউফ, সেলিম, বেলায়েত হোসেন লাভলু সহ আরও নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *