ক্যানভাসে লিপিবদ্ধ করি প্রতিটা ক্ষণ
আমার নিস্তব্ধ অনুভূতি
দৃষ্টির ব্যঞ্জক নয়-দুটি নয়ন!
তারে অবলোকন করি,
জাগ্রত যখন প্রেমাত্মা!
এই কি তবে ভ্রম- নাকি নিশিকাব্য?
অপলক দৃষ্টিতে চেয়ে রয় সবুজ ছায়ার হাসি
হাতছানি দেয় বারংবার, ওহে কি মায়া!
মায়া বড় ভয়ংকর
তাই মন বলে ডেকে ডেকে-
ওহে মায়া! ডেকো নাকো আমায়,
চেয়ো নাকো মোর দিকে
দিও নাকো এক অনিশ্চিত আহ্বান!
হয় তুমি সত্য হও
নয়তো ফিরে যাও;
শোনো গো আমার প্রার্থনা-
লেখক: কবি নাঈম রাজ
সভাপতি,মুক্তমঞ্চ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।