আমি এমন বাংলাদেশ চাই,
যার পতাকা তলে কালো হাতের ছাপ নাই।
আমি এমন বাংলাদেশ চাই,
যার মাটিতে রাজাকার আল-বদরের পদ চিহ্ন নাই।
আমি এমন স্বপ্ন দেখি,
যে স্বপ্ন দেখেছিল মুজিব আর রবী ঠাকুর।
আমি এমন সকাল দেখতে চাই,
যে সকালে রক্তে রঞ্জিত হবেনা নদী পুকুর।
আমি এমন দিনের প্রত্যাশা করি,
যে দিনে অস্ত্র দিয়ে কোনো শিশুর হবেনা হাতেখড়ি।
আমি এমন দেশ গড়তে চাই,
যে দেশে স্বদেশী শত্রু নাই।
আমি এমন রাত কামনা করি,
যার অন্ধকারে স্বপ্ন হবেনা চুরি।
আমি এমন ভোর প্রত্যাশা করি,
যে ভোরে নতুন ইচ্ছা হবে তৈরি।
দেশ গড়ার,দেশ রক্ষা করার,
জাতির কাছে এ আমার অঙ্গিকার।
লেখক: আনিকা শাহ্ সাথী
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।