জবি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটি কতৃক পরিচালিত দেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২০মার্চ) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক; জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মহিউদ্দিন মাহী সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
সংগঠটির সভাপতি জনাব দেলোয়ার হোসেন বলেন, ‘দিন দিন পরিবেশ বিপর্যয় যেভাবে বাড়ছে, মানুষের সচেতনতা ছাড়া বিকল্প কিছু নাই। আপনার আমার সন্তানের ভবিষ্যত আমাদেরই নিশ্চিত করতে হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মাহী বলেন, ‘মানুষের চাহিদার যোগান দিতে আজ পরিবেশ বিপর্যয় হচ্ছে আর তার দায় থেকে আমাদের কাজ করে যাওয়া। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
২০১৮ সালের ২০ মার্চ প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।