জবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে মাসুম-শাওন

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসুম পারভেজ সভাপতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তানভীর হোসেন শাওনকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে।

নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলী রেজাউল হাফিজ রেশিম, আনিসুর রহমান শিশির, ইমরান আহমেদ অপু, হেদায়েত উল্লাহ খানসহ অন্যান্য উপদেষ্টাগন ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসাবে খালেদুজ্জামান নাঈম, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক হিসেবে রিফাত সাব্বির ও মো. কিবরিয়া খানকে নিযুক্ত করা হয়।

নব-নির্বাচিত সভাপতি মাসুম পারভেজ বলেন, আমি আশাবাদী সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের নেত্রকোনা জেলা পরিবার হবে একটি সংঘবদ্ধ  পরিবার। সৃষ্টিকর্তার অশেষ কৃপা, সকলের দোয়া ও ভালোবাসায় এই পরিবারকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।

সংগঠনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা নেত্রকোনার সকল শিক্ষার্থীদের পাশে থাকার মাধ্যমে আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাব। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *