জবির মাগুরা জেলা ছাত্রকল্যাণের নেতৃত্ব তানিন-যুথী

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী শারফুল আলম তানিন সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মুনিয়া আক্তার যুথীকে সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সাবেক সভাপতি মাহবুব রেজা অর্নব ও সাধারণ সম্পাদক সাইফুল রিজভী এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে সহ-সভাপতি হিসাবে মোঃ আশিক বিল্লাহ, যাগ্ম সাধারণ হিসেবে সৌরভ ঘোষ, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাফি ইশতিয়াক, প্রচার সম্পাদক হিসেবে ফজলে রাব্বি ও দপ্তর সম্পাদক হিসেবে অন্তর সাহাকে নিযুক্ত করা হয়।

নব-নির্বাচিত সভাপতি বলেন তানিন, আমি আশাবাদী সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের মাগুরা পরিবার হবে একটি সংঘবদ্ধ পরিবার। এই পরিবারকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।

সংগঠনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক যুথী বলেন, আমরা সকল শিক্ষার্থীদের পাশে থাকার মাধ্যমে আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাব। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *