পুরানো ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জাঁকজমকপূর্ণভাবে পালন করতে যাচ্ছে বাংলা নববর্ষ-১৪২৯। এ উপলক্ষে দিনব্যাপী (১৪ এপ্রিল) বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন হবে। মঙ্গল শোভাযাত্রার এবারের মূল প্রতিপাদ্য ‘প্রকৃতি’। পাশাপাশি থাকবে পাখি, ফুল ও বিভিন্ন প্রাকৃতিক বস্তু।
মঙ্গল শোভাযাত্রাটি বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হবে। শোভাযাত্রাটি রায়সাহেব বাজার মোড় থেকে ঘুরে পুরানো ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হবে।
মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত (যোহর নামাজের বিরতি থাকবে) বিশ্ববিদ্যালয়ের মুজিবমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, আমাদের এবারের মঙ্গল শোভাযাত্রার এবারের মূল থিম হবে ‘প্রকৃতি’। এর পাশাপাশি থাকবে পাখি, ফুল ও বিভিন্ন প্রতিকৃতিক বস্তু। রমজান মাস হওয়াতে আমরা বিকেল ৩ টার মাঝে অনুষ্ঠান শেষ করবো।’