জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দেবিদ্বার উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে নুসরাত জাহান ইভা সভাপতি ও মোঃ নোমান সরকারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) দেবিদ্বার উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টাদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
এছাড়াও কমিটিতে অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে কামরুল ইসলাম রনি, মোঃ সোহাগ মিয়াঁ, মোঃ নূর মোহাম্মদ মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ তানজিল রহমান খান, শাহিদুল ইসলাম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সোলেমান হোসেন, আরিফুল ইসলাম, মোঃ আবুল খায়ের, হোসনেয়ারা আক্তার হোসনা, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাকিব, উপ-দপ্তর সম্পাদক মোসাঃ তাহমিনা আক্তার, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন, উপ-প্রচার সম্পাদক ফাহাদ, অর্থ বিষয়ক সম্পাদক সায়মা আক্তার, উপ-অর্থ সম্পাদক মোঃ সোলায়মান খান, ছাত্রী বিষয়ক সম্পাদক আমেনা আমির মিমি, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মাহিনূর মনি, হালিমা আক্তার, ক্রীড়া সম্পাদক রিয়াজ ভূঁইয়া, উপ-ক্রীড়া সম্পাদক মোঃসাখাওয়াত সরকার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূর নবী, উপ-সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আক্তার, মুহাম্মদ আনিসুর রহমান, বৃষ্টি সূত্রধর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ আহমেদ, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ নুরুল ইসলাম রকি, আল মামুন এবং মোঃ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নবনিযুক্ত সভাপতি নুসরাত জাহান ইভা বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের দেবিদ্বার পরিবার হবে একটি সংঘবদ্ধ পরিবার। এই পরিবারকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।