আরমান হাসান: সরকারি তিতুমীর কলেজে শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইদ্রিস আলীকে সভাপতি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সরকারি তিতুমীর কলেজের এক হল রুমে ১ বছর মেয়াদী ২০২২-২০২৩ সালের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
তিতুমীরস্থ শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীদের মাঝে মোঃ মিজানুর রহমান, মোঃ আজিজুল ইসলাম, মোঃ রিপন মাহমুদ, জহুরুল ইসলাম জহির, রুকশানা পারভীন, মনজুরুল ইসলাম রানা ও মোঃ মাহফুজুল হক স্বাক্ষরিত কমিটি অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম, সহ- সভাপতি এম আর রবিন, সাইফুল স্বপন, জসিম আহমেদ, শাকিল আহমেদ, আরিফুল ইসলাম, এসএম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন সিফাত, বিশাল দত্ত, মোস্তাইন বিল্লাহ তোয়াহা, রাকিবুল হাসান রাকিব সাংগঠনিক সম্পাদক অভিষেক পাল দ্বিপ,শাহরিয়ার শান্ত, মোঃ সাগর হাসান সহ আরও অনেকেই। তিতুমীরস্থ শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ এই সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠত হওয়ার পর থেকে সফলতার সাথে বিভিন্ন শিক্ষামূলক, কল্যাণমুখী, সেবামূলক, স্বেচ্ছাসেবী কাজ করে আসতেছে। এই ভ্রাতৃপ্রতীম সংগঠনটি শেরপুর থেকে আগত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা করা, তাদের জন্য নিরাপদ আবাসন, গাইডলাইন সুনিশ্চিত করা। কারো জরুরী রক্তের প্রয়োজনে রক্তদানে সহযোগিতা করা। এছাড়াও শেরপুর জেলা থেকে সরকারি তিতুমীর কলেজে অধ্যয়ণরত সকল শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব তৈরিতে সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে।
নবগঠিত কমিটির সফলতা কামনা করে স্বাগত জানিয়েছেন শেরপুর জেলার বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।